Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অফিসের সময়সূচি: শনিবার-বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত  * বৃহস্পতিবার  ও  শুক্রবার  এবং অন্যান্য সরকারি ছুটির দিন অফিস বন্ধ থাকবে । 


সেবার তালিকা

সেবার তালিকা

ক্র.

সেবার নাম

সেবার ধরণ

সেবার পদ্ধতি

পাঠক সেবা

বই/ সংবাদপত্র/ সাময়িকী পাঠ সেবা

সেবাগ্রহীতা গ্রন্থাগারে এসে বিনামূল্যে যেকোন বই/সাময়িকী/ সংবাদপত্র/ রেফারেন্স সামগ্রী ইত্যাদি পড়তে পারবেন।

নিবন্ধিত সদস্যদেরকে বই ধার সেবা

শুধুমাত্র নিবন্ধিত সদস্য সর্বোচ্চ দুইটি বই পনের (১৫) দিনের জন্য বাসায় নিয়ে যেতে পারবেন।

পুরাতন পত্রিকা ও সাময়িকী পাঠ সেবা

চাহিদা অনুযায়ী যেকোন পাঠক বিনামূল্যে পুরাতন সংবাদপত্র ও সাময়িকী পাঠের সুযোগ পাবেন।

সাম্প্রতিক তথ্য-জ্ঞাপন সেবা (CAS)

গ্রন্থাগারে আগত নতুন গ্রন্থাগার সামগ্রী (বই/ সংবাদপত্র/ সাময়িকী/ রেফারেন্স সামগ্রী/  ম্যাপ/ ভিজিয়্যাল সামগ্রী ই্ত্যাদি) সম্পর্কে অবহিত করণ।

নির্বাচিত তথ্য বিতরণ সেবা (SDI)

সেবাগ্রহীতার কাঙ্ক্ষিত তথ্য-চাহিদা পূরণ করা।

রেফারেন্স সেবা

রেফারেন্স সেবা

পাঠককে তার চাহিদা মাফিক রেফারেন্স সামগ্রী (অভিধান/ বিশ্বকোষ/ জার্নাল) পড়ার সুযোগ এবং বিভিন্ন রেফারেন্স তথ্য প্রদান করা।

পরামর্শ সেবা

সেবা গ্রহীতার চাহিদার আলোকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা।

উপদেশমূলক সেবা

সেবা গ্রহীতার চাহিদার আলোকে প্রয়োজনীয় উপদেশ প্রদান করা।

সম্প্রসারণমূলক সেবা

 

প্রতিযোগিতা আয়োজন

সারা বছর বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষ্যে রচনা/ বইপাঠ/ চিত্রাংকন/ আবৃত্তি/ সুন্দর হাতের-লেখা ইত্যাদি প্রতিযোগিতা আয়োজন করা হয়।

গ্রন্থ-প্রদর্শনী/ বইমেলায় অংশগ্রহণ

বছরের বিভিন্ন সময়ে গ্রন্থ-প্রদর্শনীর আয়োজন করা হয় এবং বিভিন্ন মেলায় অংশগ্রহণ করা হয়।

আলোচনা অনুষ্ঠান/ সেমিনার/ Knowledge sharing session/ Motivational speaking / মতবিনিময় সভা ইত্যাদি আয়োজন

পাঠাভ্যাস বৃদ্ধিকরণ কার্যক্রমের অংশ হিসেবে আলোচনা অনুষ্ঠান/ সেমিনার/ Knowledge sharing session/ Motivational speaking/ মতবিনিময় সভা ইত্যাদি আয়োজন করা হয়।

ভ্রাম্যমান লাইব্রেরি সেবা

‘দেশব্যাপী ভ্রাম্যমান লাইব্রেরি’ প্রকল্পের অধীনে একটি ভ্রাম্যমান গাড়ি লাইব্রেরির মাধ্যমে জেলার ৪৭ টি স্পটে এই সেবা প্রদান করা হচ্ছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেবা

 

ফটোকপি সেবা (বর্তমানে বন্ধ আছে)

নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে যেকোন সেবাপ্রত্যাশী এই সেবা গ্রহণ করতে পারেন।

ইন্টারনেট সেবা

ইন্টারনেট কর্ণারে কেবলমাত্র নিবন্ধিত সদস্যগণ বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারেন।

ওয়াই-ফাই সেবা

যেকোন সেবাপ্রত্যাশী গ্রন্থাগারে এসে বিনামূল্যে ওয়াই-ফাই ইন্টারনেট ব্যবহার করতে পারেন।

গ্রন্থাগার সম্পর্কিত তথ্য প্রদান

নিজস্ব ওয়েব পোর্টালের মাধ্যমে গ্রন্থাগার সম্পর্কিত প্রয়োজনীয় সকল তথ্য সরবরাহ করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সেবা প্রদান

ফেসবুক, ইউটিউব ইত্যাদি মাধ্যম ব্যবহার করে গ্রন্থাগার ব্যবহারে আগ্রহ সৃষ্টি এবং গ্রন্থাগার সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।

প্রাতিষ্ঠানিক সেবা

বেসরকারি গ্রন্থাগার জরিপ ও নিবন্ধন প্রদান

সেবাগ্রহীতার চাহিদার ভিত্তিতে বেসরকারি গ্রন্থাগারকে নিবন্ধন প্রদান করা হয়।

উদ্ভাবনী সেবা

 

জবকর্ণার

চাকুরী প্রত্যাশীগণ এই কর্ণারে এসে চাকুরির প্রস্তুতি গ্রহণ করতে পারেন।

সাহিত্য আড্ডা

স্থানীয় পর্যায়ে কবি, সাহিত্যিক, শিক্ষক, সাংবাদিক সহ সকল শ্রেণি-পেশার জনগণকে সম্পৃক্ত করে প্রতিমাসে এই আড্ডা অনুষ্ঠিত হয়।

টয়ব্রিকস কার্যক্রম

বাচ্চাদের অংশগ্রহণে প্রতি শনিবার এই আয়োজন করা হয়।

কোডিং ক্লাব

 কানো কম্পিউটারের মাধ্যমে কম্পিউটার প্রোগ্রামিং বিষয়ে জানার সুযোগ প্রদান (মাধ্যমিক পর্যায়ে)।